Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবা সমূহ

 

  • পুলিশ ক্লিয়ারেন্স সনদপত্র
  • খুব সহজেই পুলিশ সুপারের কার্যালয়, ঢাকা থেকে পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করা যাবে।পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহের জন্য ওয়ান স্টপ সার্ভিস পেতে নিম্ন ঠিকানায় যেতে হবে।
  • জেলা বিশেষ শাখা,
  • পুলিশ সুপারের কার্যালয়,
  • ঢাকা ।
  •  
  • অর্থ নিরাপত্তা
  • ঢাকা জেলাবাসীর টাকা বহনে নিরাপত্তার জন্য পুলিশ স্কট সরবরাহ করা হয়ে থাকে। অত্র জেলার নাগরিকদের টাকা বহনে পুলিশ স্কটের সুবিদা পেতে স্থানীয় থানা/পুলিশ কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হল।
  •  
  • ব্যাক্তিগত নিরাপত্তা
  • যৌক্তিক কারণ সাপেক্ষে ঢাকা জেলা পুলিশ যেকোন ব্যক্তিকে নিরাপত্তা দিয়ে থাকে।
  • অগ্নি নির্বাপন সেবা
  • ঢাকা জেলার কোথাও কোন অগ্নিকান্ড সংঘঠিত হলে ঢাকা জেলাবাসী পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে নিকটতম থানা অথব ৯৯৯ থেকে সহায়তা পেতে পারেন। তথ্যপ্রাপ্ত পুলিশ আক্রান্ত এলাকায় দমকলকর্মী পাঠানোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব নিকটতম ফায়ার সার্ভিস অথবা সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টকে জানাবেন। আক্রান এলাকাবাসীর জন্য ঢাকা জেলা পুলিশ পুলিশী নিরাপত্তা প্রদান করবেন।
  •  
  • আইনী সহায়তা
  • ফৌজদারী মামলার ক্ষেত্র্রে সহায়তা প্রদান করা ঢাকা জেলা পুলিশের প্রধান কর্তব্য। এছাড়াও ঢাকা জেলা পুলিশ আইনী সহায়তা দিয়ে থাকে।
  •  
  •  কমিউনিটি পুলিশিং
  • কমিউনিটি পুলিশিং কৌশল হলো এমন একটি ধারণা যার মাধ্যমে পুলিশ কোন একটি এলাকার বাসিন্ধাদের সাথে পাস্পরিক তথ্য বিনিময় এবং সহযোগিতার দ্বারা অপরাধ নিয়ন্ত্রণ করতে পারে। এক্ষেত্রে এলাকাবাসী পুলিশকে অপরাধী সনাক্ত করতে এবং ধৃত করতে সাহায্য করে এবং স্থানীয় সমস্যাগুলো পুলিশের দৃষ্টিগোচর করে।
  •  
  • কার্যক্রমঃ
  • থানার উল্লেখ্য যোগ্য কার্যক্রমের মধ্যে মামলা রেকর্ড, সাধারণ ডাইরী, দন্ডবিধি ১৫৪ ধারা প্রতিপালন, অপমৃত্যু মামলা, অধর্তব্য মামলা লিপিবদ্ধকরণ, আগ্নেয়াস্ত্র জমা রাখা, পুলিশ ক্লিয়ারেন্স সনদ প্রদান, চাকুরীর ভেরিফিকেশন করা, দিনে ও রাত্রে টহল দেওয়া, মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল করা ইত্যাদি। থানার কার্যক্রমের প্রদান উদ্দেশ্য হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন ও নিয়ন্ত্রন করা, তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা ইত্যাদি।
  •  
  • আওতাধীন অফিসঃ
  • থানায় আগত সাহায্য প্রার্থীদের আগে আসা ব্যক্তিকে আগে সেবা প্রদান করা হবে।
  • থানায় সাহায্যপ্রার্থী সকল ব্যক্তিকে থানা পুলিশ সম্মান প্রদর্শন করবে এবং সম্মানসূচক সম্বোধন করবে।
  • থানায় জিডি করতে আসা ব্যক্তির আবেদনকৃত বিষয়ে ডিউটি অফিসার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে এবং আবেদনের ২য় কপিতে জিডি নম্বর, তারিখ এবং সংশিষ্ট অফিসারের স্বাক্ষর ও সীলমোহরসহ তা আবেদনকারীকে প্রদান করতে হবে। বর্ণিত জিডি সংইামত্ম বিষয়ে যথাশীঘ্র সম্ভব ব্যবস্থা গ্রহণ করা হবে এবং গৃহীত ব্যবস্থা পূনরায় আবেদনকারীকে অবহিত করা হবে।
  • থানায় মামলা করতে আসা ব্যক্তির মৌখিক/লিখিত বক্তব্য ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক এজাহারভূক্ত করবে এবং আগত ব্যক্তিকে মামলার নম্বর, তারিখ ও ধারা এবং তদমত্মকারী অফিসারের নাম ও পদবী অবহিত করবে। তদমত্মকারী অফিসার এজাহারকারীর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে তাঁকে তদমেত্মর অগ্রগতি সম্পর্কে অবহিত করবে এবং তদমত্ম সমাপ্ত হলে তাঁকে ফলাফল লিখিতভাবে জানিয়ে দিবে।
  • থানায় মামলা করতে আসা কোন ব্যক্তির মামলা ভারপ্রাপ্ত কর্মকর্তা/থানার ডিউটি অফিসার এন্ট্রি করতে অপারগতা প্রকাশ করলে তখন উক্ত বিষয়টির উপর প্রতিকার চেয়ে নিমড়বববর্ণিত